মতলব উত্তর ব্যুরো
মতলব উন্মুক্ত পাঠাগার ও সারা ফাউন্ডেশন কর্তৃক ষাটনল লঞ্চঘাটে ভাসমান লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার (১১ জুন) সকালে ষাটনল লঞ্চঘাটে সংগঠনের উদ্যোক্তা আমিরুল ইসলাম রাসেলের সভাপতিত্বে সাংবাদিক সানি ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব বার্তার সম্পাদক মাইনুদ্দিন চৌধুরী, সাদা-কালো সংগঠনের সভাপতি সোহেল সরকার, সাধারণ সম্পাদক সাংবাদিক সুমন সরদার, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক মাহফুজুর রহমান, শাহিন আলম, সফিকুল ইসলাম রানা, গোলাম রাব্বানী মোল্লা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বোরহান উদ্দিন ডালিম বলেন, মানুষের মাঝে জ্ঞানের আলো বিস্তার এবং জ্ঞান পিপাসুদের জ্ঞানের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভাসমান লাইব্রেরি। এছাড়া যাতায়াতে বিরতির সময় যুবসমাজের অবসর সময় কাটাতে বাতিঘর সহায়ক ভূমিকা পালন করবে। এ লাইব্রেরিতে রয়েছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে নানা বই। এছাড়া ভাসমান লাইব্রেরিতে লঞ্চে যাতায়াত করা যাত্রীদের বিরতির সময় গুরুত্বপূর্ণ লেখকদের বই পড়তে পারবে।
১৪ জুন, ২০২১।