মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলা যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। রোববার (১০ জানুয়ারি) বিকেলে পাঁচানী চৌরাস্তা বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ- সম্পাদক মোতাহার হোসেন খান সুফল।
প্রধান অতিথি বলেন, ১৯৭২ সালের এইদিন স্বাধীন বাংলার নেতা ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার প্রিয় বাংলাদেশে ফিরে আসেন। আজকে এই আনন্দের দিনে আমরা স্মরণ করছি জাতির পিতাকে। জাতির পিতার আদর্শে উজ্জীবিত হয়ে শেখ হাসিনার নেতৃৃত্বে আমরা নতুন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ নিতে চাই।
তিনি আরো বলেন, জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের এই মাহেন্দ্রক্ষণে আসুন আমরা প্রতিজ্ঞা করি প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে হলেও ত্রিশ লাখ শহীদ ও দু’লাখ নির্যাতিত মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখব।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলাকান্দা ইউনিয়ন যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শ্যামল।
উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মো. শরীফের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবলীগের সদস্য গাজী শাখাওয়াত হোসেন, মতলব উত্তর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল।
আরো বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ষাটনল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক টিটু খান, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মনির ছৈয়াল, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, বাগানবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, গজরা যুবলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম টফিজ, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ প্রধান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মামুন সরকার প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
১১ জানুয়ারি, ২০২১।
- Home
- চাঁদপুর
- মতলব উত্তর
- মতলব উত্তর যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
Post navigation

