মতলব দক্ষিণ ব্যুরো :
মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দী গ্রামে কৃষি জমি বিনষ্ট করে বালি ভরাট করছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গ্রামের ইরিগেশন প্রজেক্টে সরকারি নিয়ম নীতি তোয়াক্ক না করে চরমুকুন্দী গ্রামের রয়াজ্জবা আলী, তার স্ত্রী ফিরোজা বেগম ও মৃত কুদরত আলী প্রধানের ছেলে মো. হারুন অর রশিদ প্রধান গংরা তাদের স্বার্থে কৃষি জমিতে বালি দিয়ে ভরাট করছে বলে অভিযোগ করেছে মৃত আ. আজিজ পাটোয়ারীর ছেলে মো. নুরুল ইসলাম পাটোয়ারী।
অভিযোগকারী জানান, চরমুকুন্দী ব্রিটিশ আমল থেকে ২০/২৫ একর জমি নিয়ে একটি ইরি প্রজেক্ট করা হয়। উক্ত প্রজেক্টের ফসলি জমি বিনষ্ট করে বিশাল ইরিগেশান সংকুচিত করে ফসল উৎপাদন বাধার সৃষ্টি করছে। ফসলী জমি রক্ষার জন্য এবং বালি ভারট কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন চরমুকুন্দী ইরিগ্রেশান প্রজেক্টের ম্যানেজার মো. নুরুল ইসলাম পাটোয়ারী। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা, মতলব পৌরসভার মেয়র, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ এবং ৪নং ওয়ার্ড কাউন্সিলরের কাছে অনুলিপি প্রদান করা হয়।