মতলব দক্ষিণ ব্যুরো :
মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী আ. জলিল দাখিল মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, কমিটি গঠনের নিয়ম বহির্ভূতভাবে কোন প্রচার-প্রচারণা ছাড়াই মাদ্রাসার সুপার মাও. জয়নাল আবেদীন নিজের ইচ্ছামত গোপনে কমিটি করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দাখিল করেছে। বিষয়টি উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে কমিটি বাতিল করার জন্য অনুরোধ জানান।
ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, কোন প্রকার প্রচার-প্রচারণা ছাড়াই মাদ্রাসার সুপার মাও. জয়নাল আবেদীন গোপনে নিজের ইচ্ছামত একটি কমিটি দাখিল করেছে জানতে পেরে আমি কমিটি বাতিলের জন্য অনুরোধ করেছি।
এ ব্যাপারে মাদ্রাসার সুপার মাও. জয়নাল আবেদীন নিজের ইচ্ছামতো কোন প্রকার প্রচার-প্রচারণা ছাড়া কমিটি গঠন করেছেন বলে স্বীকার করেন। এদিকে মাদ্রাসার কমিটি গোপনে গঠনকে কেন্দ্র করে এলাকার সচেতন মহল, মাদ্রাসার ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।