মাহফুজ মল্লিক :
মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর গ্রামের কৃতী সন্তান মুক্তিযোদ্ধা তোফাজ্জ্বল হোসেন সরকার (৭২) গতকাল মঙ্গলবার ভোর ৬টায় ঢাকা ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি—–রাজিউন)। মৃতুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা বাদ জোহর বাইশপুরে অনুষ্ঠিত হয়। জানাজার আগে বক্তব্য রাখেন মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ, হান্নান প্রধান, মরহুমের ছেলে জাবেদ হোসেন লাভলু।
দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় মতলব নিউ হোস্টেল মাঠে বাদ আসর। জানাজার আগে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এএইচএম গিয়াসউদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা অ্যাড. কামরুল ইসলাম, মতলব উত্তর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, মরহুমের ছেলে জাবেদ হোসেন লাভলু। পরিচালনা করেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম। এর আগে মরহুম মুক্তিযোদ্ধা তোফাজ্জ্বল হোসেন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। রাষ্ট্রের পক্ষে শেষ শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম।
এ সময় মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহীদ উল্লাহ সায়েদ, মুক্তিযোদ্ধা বশিরউল্লাহ মিয়াজীসহ মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুমের কফিনে শেষ শ্রদ্ধা জানান উপজেলা আ.লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মতলব হাই স্কুল প্রাক্তন ছাত্র সমিতিসহ বিভিন্ন সংগঠন। এসময় সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে মরহুমের লাশ ঢাকিরগাঁও রিয়াজুল জান্নাত কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মুক্তিযোদ্ধা তোফাজ্জ্বল হোসেন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদসহ মুক্তিযোদ্ধাবৃন্দ।