স্টাফ রিপোর্টার
মানবিকতায় চাঁদপুর সামাজিক সংগঠনের উদ্যোগে পুরাণবাজার ভাই ভাই স্পোর্টিং ক্লাবে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা পৌর কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি।
তিনি তার বক্তব্যে বলেন, মানবিকতায় চাঁদপুর এ সংগঠনটি একটি সামাজিক সংগঠন। এ সংগঠনের মাধ্যমে আজ পুরাণবাজার এলাকায় অসহায় হতদরিদ্র শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এ ধরনের সংগঠন থাকলে অসহায় ও হতদরিদ্ররা সাহায্য সহযোগিতা সবসময় পেয়ে থাকবে।
তিনি আরো বলেন, মানবিকতায় চাঁদপুর সংগঠনটি আমার প্রাণের সংগঠন। এ ধরনের সামাজিক কর্মকাণ্ডের জন্য আরো কিছু সামাজিক সংগঠন গড়ে তোলা প্রয়োজন। মানবিকতায় চাঁদপুর সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আমি এর সাফল্য কামনা করছি।
সংগঠনের যুগ্ম-আহ্বায়িকা তপতি করের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাংবাদিক শাওন পাটওয়ারীর পরিচালনায় আরো বক্তব্য রাখেন ভাই ভাই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আ. মজিদ খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন মানবিকতায় চাঁদপুর সংগঠনের সদস্য আজিজুল হাকিম মামুন, মো. মহসিন, সুমন, বিধান, রবিউল, শান্ত, তুহিন, আরাফাত সুমন, ছরোয়ার হোসেন, হৃদয়, রাজেশ, তুষার, তুহিন, সাদিয়া, তানজিলাসহ সদস্যরা।
১১ আগস্ট, ২০১৯।