মৈশাদীতে বিএনপির সম্মেলন ও ইফতার মাহফিল

তারেক রহমানের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে
……..শেখ ফরিদ আহমেদ মানিক

নূরে আলম খান
কেন্দ্রিয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে গণমানুষের দল। এ দল মানুষের কল্যাণে কাজ করেন। আমরা এই দলের কর্মী হয়ে নিজেদের গর্বিত মনে করছি। প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্নকে বাস্তবায়ন করতে তারুণ্যের অহংকার তারেক রহমান ও গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ দিয়ে বাংলাদেশকে বৈপ্লবিক পরিবর্তন ও গণতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।
শনিবার (১৫ মার্চ) বিকেলে বীর প্রতীক মমিনুল্লাহ পাটোয়ারী একাডেমী মাঠে চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, ধানের শীষের প্রতি মৈশাদী ইউনিয়নের নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রম রয়েছে। এই ইউনিয়নের নেতৃবৃন্দ বিগত ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের বাঁধা অতিক্রম করে সদর উপজেলার অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, এজন্য ধন্যবাদ। আমাদের নেতা তারেক রহমানের বিশেষ বার্তা আপনাদের দিতে এসেছি। বিএনপির নেতা-কর্মীরা মানুষের সাথে খারাপ ব্যবহার, সন্ত্রাসী কর্মকান্ড, চাঁদাবাজিসহ কোন কিছুতেই জড়াতে পারবেন না। যিনি জড়াবেন, সেটা হবে তার ব্যক্তিগত বিষয়। দল সেটার দায় নিবে না এবং তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থাগ্রহণ করবে। এটা সবাইকে মাথায় রাখতে হবে। সবার ইমানী দায়িত্ব তারেক রহমানের ৩১ দফা জনগনের কাছে আপনারা পৌঁছে দিবেন।
মৈশাদী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজালাল মিশন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মো. জাহাঙ্গীর হোসেন খান।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান স্বপনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হযরত আলী ঢালী, মোহাম্মদ আলী খান, যুগ্ম আহ্বায়ক ও মৈশাদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কমিটির প্রধান সমন্বয়ক অ্যাড. তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সাগর, অ্যাড. জসিম মেহেদী, সদস্য গাজী মাসুদ রায়হান, জাকির হোসেন, শাহানারা আক্তার শানু।
সম্মেলনে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন।
অন্যদেরর মধ্যে বক্তব্য রাখেন মৈশাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার মাস্টার, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন বেপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রুবেল বেপারী, যুবদলের সাধারণ সম্পাদক, মাহবুব আলম বাবলু, মহিলা দলের নেত্রী নিলুফা আক্তার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আল আমিন মৃধা।
এসময় চাঁদপুর জেলা, সদর উপজেলা এবং মৈশাদী ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, তাঁতীদল, কৃষক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
সম্মেলনে মাহাবুবুর রহমান স্বপনকে মৈশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও খাইরুল বাশার খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

১৬ মার্চ, ২০২৫।