সজীব খান
চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চলমান গ্রামীণ অবকাঠামো উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেন সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজরাজেশ্বর ইউনিয়নে ২০২২-২৩ অর্থবছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চলমান গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ, ব্রিজ, কালভার্ট ও বিগত অর্থবছরে বাস্তবায়িত প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় গৃহনির্মাণ প্রকল্পের বাস্তবায়িত কাজ তিনি সরজমিনে পরিদর্শন করেন।
এসময় রাজরাজেশে^র ইউপি চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, উপ-সহকারী প্রকৌশলী কামরুল ইসলামসহ ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
১৭ জানুয়ারি, ২০২৩।