
গতকাল বুধবার চাঁদপুর শাহমাহমুদপুর ইউনিয়নের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন। -ইল্শেপাড়
সজীব খান :
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মাসিক ইউডিসিসির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদ হোসেন।
এ সময় তিনি বলেন, সবার সহযোগিতায় চাঁদপুরকে ভিক্ষুক মুক্ত করতে হবে। চাঁদপুর থেকে ভিক্ষুক মুক্ত করার জন্য প্রতিটি ইউনিয়নের সবার আন্তরিকতা থাকতে হবে। শাহমাহমুদপুর থেকে যাদের নাম ভিক্ষুকের তালিকায় নেয়া হয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। চাঁদপুরের মধ্যে শাহমাহমুদপুর ভিক্ষুক মুক্তকরণে অনেক বেশি এগিয়ে আছে। এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। বর্তমান সরকার ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। সরকারের সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিটি ইউনিয়নকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, ইউপি চেয়ারম্যান জনপ্রতিনিধি, জনগণের সেবা করাই তার কাজ। যে জনপ্রতিনিধি যত বেশি জনগণের মঙ্গলে কাজ করবে সে ততো বেশি জনপ্রিয় হবে। শাহমাহমুদপুর ইউনিয়নে সিসি ক্যামরার, ই-লাইব্রেরি, ফ্রি ওয়াইফাই জোন, তথ্যসেবা- সব কার্যক্রম জনসাধারণের জন্য ব্যবহার হচ্ছে।
ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদের সভাপতিত্বে ও সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম দুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজান হাওলাদার সাজু, সাংগঠনিক সম্পাদক বাসুদেব বর্ধন, উপ-সহকারী প্রকৌশলী নূর মোহাম্মদ, সহকারী প্রাথমিক শিক্ষক কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ, উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক চন্দ্রনা রানী দাস, ইমাম প্রতিনিধি মাও. মোহাম্মদ শাহাদাত হোসেন, নারী প্রতিনিধি ইয়াছমিন বেগম, রোজিনা বেগম, আওয়ামী লীগ নেতা শফিক মোল্লা, ব্যবসায়ী প্রতিনিধি জালাল বেপারী, পরিবার কল্যাণ সহকারী শামীমা নাছরিন, ওয়ার্ড মেম্বার নাজির হোসেন, আবু সাঈদ হাওলাদার, মনির পাটওয়ারী, শফিক কারী, মোস্তফা খান, কাজী কামাল, মুক্তার হোসেন, কামরুল ইসলাম মোল্লা, আবু তাহের খোকা, নারী মেম্বার ফিরোজা বেগম, বিলকিস আক্তার, পারুল বেগম, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক আব্বাস বেপারী, বর্তমান আহ্বায়ক ফারুক বেপারী, যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান তুষার, আবুল বাশার রনি, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সমাজসেবক মাহবুব বেপারী প্রমুখ।