শাহরাস্তিতে ইঞ্জি. সফিকুর রহমানের শীতবস্ত্র বিতরণ

শাহরাস্তিতে শীতবস্ত্র বিতরণ করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি. মো. সফিকুর রহমান। -ইল্শেপাড়

নোমান হোসেন আখন্দ/ইউছুপ আলী :
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়র মো. সফিকুর রহমানের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ঠাকুর বাজার সংলগ্ন টিএন্ডটি অফিস প্রাঙ্গণ ও নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ১২টি ওয়ার্ডের ৩শ’ জন দুস্থ ও অসহায়দের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
ওই সময় তার সাথে ছিলেন, জেলা আ.লীগ ও জেলা পরিষদ সদস্য মো. হুমায়ুন কবির মজুমদার, সাবেক পৌর মেয়র মোশারফ হোসেন পাটোয়ারী, জেলা পরিষদ সদস্য মো. তুহিন খান, বিশিষ্ট ব্যবসায়ী ও আ.লীগ নেতা নেছার আহমেদ পাটোয়ারী, আ.লীগ নেতা অ্যাড. সাইফুল ইসলাম, কুমিল্লা জেলা পরিবহন নেতা মো. তাজুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ আলম পাটোয়ারী, জাকির হোসেন অন্তর, ঢাকা মহানগর উত্তর তাঁতী লীগের যুগ্ম সম্পাদক আবদুল করিম, সাবেক ছাত্রনেতা আহসান চৌধুরী, পৌর আ.লীগ নেতা সফিকুল করিম তপন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রকিসহ বিভিন্ন ওয়ার্ডের আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।