স্টাফ রিপোর্টার
পবিত্র মাহে রমজানকে সামনে রেখে শাহরাস্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলার ঐতিহ্যবাহী ঠাকুর বাজারে নকল বনফুল সেমাই তৈরির সন্ধান পায় মোবাইল কোর্টের নেতৃত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমজাদ হোসেন।
ঠাকুর বাজারের মহামায়া গাছ সংলগ্ন নকল বনফুল কারখানায় গিয়ে দেখা যায়, মোবাইল কোর্টের অভিযানের খবর পেয়ে সেমাই কারখানার মালিক পাটওয়ারী ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মো. আবুল খায়ের পাটোয়ারী, তার দুই ছেলে মিলন ও শহীদ কারখানায় তালা ঝুলিয়ে পালিয়ে গেছে। কারখানায় দেখা যায়, বনফুল ব্যান্ডের সেমাইর প্যাকেটে (বর্নফুল) নাম দিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত খোলা ও মানহীন সেমাই প্যাকেটজাত করা হচ্ছে।
ভ্রাম্যমাণ আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমজাদ হোসেন নকল বর্নফুল কারখানাটি সিলগালা করে স্থানীয় কাউন্সিলর মো. দেলোয়ার হোসেনের জিম্মায় কারখানাটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা (ভূমি) অফিসের নাজির খোকন চন্দ্র শীল, শাহরাস্তি থানার এসআই মাহাদী হাসানসহ বিএসটিআই’র কর্মকর্তারা।
১৪ এপ্রিল, ২০২৩।