শাহরাস্তিতে বিভিন্ন অনুষ্ঠানে জেলা প্রশাসকের যোগদান

শাহরাস্তি ব্যুরো
নবনির্মিত শাহরাস্তি উপজেলা ভূমি অফিসের সৌন্দর্যবর্ধন রক্ষণাবেক্ষণ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর অফিস কক্ষ ডেকোরেশন ও সূচীপাড়া উত্তর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান। গত মঙ্গলবার দুপুর ১২টায় নবনির্মিত সূচীপাড়া উত্তর ইউনিয়ন ভূমি অফিস ও দুপুর ২টায় নবনির্মিত শাহরাস্তি উপজেলা (ভূমি) অফিসের সৌন্দর্যবর্ধন রক্ষণাবেক্ষণ ও সহকারী কমিশনার (ভূমি) অফিস কক্ষ ডেকোরেশন কাজের উদ্বোধন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ, সহকারী কমিশনার (ভূমি) মো. আমজাদ হোসেন, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মাসুদ রানা, চাঁদপুর জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি ও সাহাপুর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আব্দুল মান্নান মিয়া, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্ল্যাহ, সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সফিকুর রহমান, টামটা ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা সমীর বর্ধন, চিতোষী পশ্চিম ভূমি উপ-সহকারী কর্মকর্তা জামশেদ আলম, পৌর ভূমি উপ-সহকারী কর্মকর্তা সৈয়দ মনির হোসেন, সাহাপুর ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, চিতোষী পশ্চিম ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মো. মাছুম বিল্লাহ প্রমুখ।
এছাড়া জেলা প্রশাসক কামরুল হাসান সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরী স্কুল পরিদর্শন করেন। নবনির্মিত উপজেলা ভূমি অফিস চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদ একটি শরীফা গাছের চারা রোপণ করেন।

২২ ডিসেম্বর, ২০২২।