শেখ হাসিনা মানবতার মা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন -সুজিত রায় নন্দী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অসহায়, দুঃস্থ ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ করেন কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীসহ অন্যান্যরা। -ইল্শেপাড়

স্টাফ রিপোর্টার :
চাঁদপুরে অসহায়, দুঃস্থ ও অসুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চেক বিতরণ করা হয়েছে। গত ১ ডিসেম্বর বিকেলে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গরিব ও অসহায় মানুষের হাতে চেক তুলে দেন আওয়ামী লীগ কেন্দ্রিয় নির্বাহী কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। ১৬ জন অসহায় নারী ও পুরুষের মাঝে প্রধানমন্ত্রীর ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সুজিত রায় নন্দী তার বক্তব্যে বলেন, আমাদের জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা পিতার আদর্শকে ধারণ করে এদেশের গরিব মেহনতি মানুষকে যেভাবে আপন করে নিয়েছেন তা আর কেউ পারেনি। তিনি সব সময় দেশের হতদরিদ্র, গরিব ও দুঃখি মানুষের পাশে থেকে মানবতার জন্য নিজের জীবনকে উৎস্বর্গ করেছেন।
তিনি মিয়ানমার থেকে বিতারিত অসহায় রোহিঙ্গাদের আশ্রয় ও তাদের পাশে দাঁড়িয়েছেন। ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় ও বসবাসের ব্যবস্থা করে তিনি মানবতার জন্য যেভাবে কাজ করে যাচ্ছে এটা পৃথিবীতে বিরল ঘটনা। বর্তমান বিশ্বে শেখ হাসিনা মানবতার মা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।
তিনি আরো বলেন, সারা বিশ্বের ১৭৩ জন সরকার প্রধান নেতার মধ্যে আমাদের জননেত্রী শেখ হাসিনা সততার প্রতিক হিসেবে তিন নম্বর স্থানে আছেন। আজকে বিশ্বের কাছে তিনি জনবান্ধব, সৎ ও আদর্শবান সরকার হিসেবে প্রতিষ্ঠিত। বর্তামানে আওয়ামী লীগকে নিয়ে অনেক রকমের ষড়যন্ত্র চলছে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তবে পৃথিবীর কোনো শক্তি নেই যড়যন্ত্র আর চক্রান্ত করে আওয়ামী লীগের অগ্রযাত্রাকে দাবিয়ে রাখতে পারবে না। আগামি সংসদ নির্বাচনে আমাদের বিজয়ী হয়ে জননেত্রী শেখ হাসিনাকে পূণরায় দেশের প্রধানমন্ত্রী করতে হবে। আর যদি কোনো কারণে এর ব্যত্যয় ঘটে তবে বাংলাদেশ হবে আফগানিস্তান, পাকিস্তান ও সিরিয়ার মতো। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের কথা একটাই শেখ হাসিনা আর নৌকা। এর বাইরে কোনো কিছুই আমরা বুঝি না। আপনারা কাজ করে যান। জনগণের কাছে গিয়ে তাদের সুখ-দুঃখে পাশে থাকুন। ভালোবাসা দিয়ে জনগণের মন জয় করুন। প্রধানমন্ত্রীর তহবিল থেকে আজ শহরের জাফরাবাদ এলাকায় অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত এবং অন্যান্য অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্যদেরও এই সহযোগিতার চেক বিতরণ করা হবে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়র আ. রব ভূঁইয়ার সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ফেরদৌস মোরশেদ জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মিঠু, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর ফরিদা ইলিয়াস, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুস সামাদ টুনু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান অপু, রেলওয়ে শ্রমিক লীগের নেতা জুয়েল পাটওয়ারী, আওয়ামী লীগ নেতা ডা. শেখ মহসিন, জেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক লায়ন কিশোর সিংহ রায়, ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা আলমগীর হোসেন, জেলা প্রজন্ম লীগ নেতা দেলোয়ার হোসেন রতন, সাবেক ছাত্রলীগ নেতা রাসেল মজুমদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন সরকার, আমজাদ খান, প্রজন্মলীগ নেতা তিমির নাহা, সঞ্জয় চন্দ্র শিল, জেলা হকার্স লীগ নেতা বিপুল মজুমদার, যুবলীগ নেতা জাহিদ হোসেন, পৌর ১২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবু জাফর খান ও জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।