
স্টাফ রিপোর্টার
দৈনিক চাঁদপুর কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কোষাধক্ষ্য মাও. মো. আব্দুর রহমান গাজীর মায়ের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বাদ আসর চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডে জিটি রোড উত্তর বিষ্ণুদী আনোয়ারা মতিউর মহিলা মাদ্রাসায় এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক হাফেজ মাও. মো. জাহাঙ্গীর হোসেন। মিলাদ ও কিয়াম পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা ছাত্র হিযবুল¬াহ সভাপতি মাও. মো. সোলায়মান ফরায়েজী।
এতে অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ বিল¬াল হোসেন, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাও. আব্দুস সালাম, পৌর ১৫ ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুল মালেক বেপারী, কমিউনিটি পুলিশিং অঞ্চল-৬ এর সভাপতি এস এম শফিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ওয়ালিদ হোসেন, পূবালী তথ্য ও গণমাধ্যম সম্পাদক মো. কামরুল ইসলাম পাটওয়ারী, সদস্য রেদোয়ান আহমেদ, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ম্যানেজার মো. আব্দুল বাছেদ, কাজী মাও. মো. ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কালাম তালুকদার, ইউপি মেম্বার মো. সাজু, আল আমিন জামে মসজিদের খতিব মাও. আলী আহমেদ, মসজিদের সভাপতি আলহাজ মো. মিজানুর রহমান গাজী, সহ-সভাপতি মো. হারুন-অর-রশিদ পাটওয়ারী, যুগ্ম সম্পাদক মো. মুখলেছুর রহমান তালুকদার, জিটি রোড বায়তুল আমান জামে মসজিদের খতিব মাও. নোমান আহমদ, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান তালুকদার, তরপুরচন্ডী বাইতুল মোকাররম জামে মসজিদের সহ-সভাপতি মো. আবুল বাশার বাচ্চু গাজী, আল-হেলাল জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ হাসান, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, ভূমিদাতা রেহান উদ্দিন মাস্টার, মুক্তিযোদ্ধা মো. আব্দুল আজিজ খান, মো. নূরুল হক গাজী, মরহুমার জামাতা সুলতান আহমেদ, মো. জাকির হোসেন গাজী, মেজো ছেলে মাও. মো. আব্দুর রহমান গাজী, ছোট ছেলে মো. আতাউর রহমান মামুন গাজী, এডভেঞ্জার বয়েজের সভাপতি জি এম জাহিদ হাসান, সাংবাদিক গাজী মো. ইমাম হাসান, মাইনুল ইসলামসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, সাংবাদিক মাও. আব্দুর রহমান গাজীর মা আনোয়ারা বেগম গত ৪ ফেব্রুয়ারি সকাল ৭টা ৪৫ মিনিটে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল¬াহি……..রজিউন)। মরহুমার স্বামী মতিউর রহমান গাজী ১৯৯৫ সালের ১৬ এপ্রিল সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম পুটিয়ায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে ৩ ছেলে ২ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান। তাদের বড় ছেলে পুলিশ অফিসার মো. আনিসুর রহমান, ছোট ছেলে সেনা কর্মকর্তা মো. আতাউর রহমান মামুন গাজী।