যান চলাচল ব্যাহত
মনিরুল ইসলাম মনির
মতলব উত্তর উপজেলার সাহেব বাজার-সুজাতপুর পাকা সড়কের সাহেব বাজার এলাকায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন ও পথচারী।
উপজেলার সাহেব বাজারের উত্তর পাশে এই গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে সড়কটিতে পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে তাদের।
বারো হাতিয়া গ্রামের আনোয়ার হোসেন বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিন্তু মেরামত করা হচ্ছেনা। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে আমাদের।
অটোরিকশা চালক লিয়াকত ও মাইক্রোবাস চালক সফিকুল ইসলাম বলেন, রাস্তাটি ভেঙে বড় গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলছি আমরা। তাই সড়কটি দ্রুত মেরামতের দাবি জানান তারা।
ফতেপুর পূর্ব ইউনিয়নের সদস্য দুলাল হোসেন বলেন, সড়কটি ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাস্তাটি মেরামতের জন্য আমি উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলেছি।
চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের সওজ, সড়ক শাখা-মতলব সড়ক উপ-বিভাগ এর উপ-সহকারী প্রকৌশলী (অ.দা.) মো. মারুফ হোসেন জানান, বিষয়টি খোঁজ নিয়ে খুব শিগগির সড়কটি মেরামত করা হবে।
২৮ আগস্ট, ২০২৪।