স্ট্রোক করে সৌদি আরবে ফরিদগঞ্জের জয়নালের মৃত্যু

স্টাফ রিপোর্টার
স্ট্রোক করে সৌদি জিজান শহরে ডিউটিরত ফরিদগঞ্জ প্রবাসী জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে। জয়নাল ফরিদগঞ্জ উপজেলার বিষুরবন্দ হাজি বাড়ির নিবাসী মৃত আব্দুর রশিদ ও মৃত হালিমা বেগমের ছোট ছেলে। গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সৌদি সময় সকাল ১১টার দিকে জিজান শহরে ডিউটি কর্তব্যরত অবস্থায় হৃদক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক করে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি।
পারিবারিকভাবে জানা যায়, জয়নাল আবেদিন দেশে দিনমজুরীর কাজ করে ২ সন্তান ও স্ত্রীকে নিয়ে দিনাতিপাত করতেন। পরিবারের সচ্ছলতার জন্য ৮/১০ বছর আগে বিভিন্ন স্থান থেকে কিস্তি ও ধার করে জয়নাল আবেদিন প্রবাসে পাড়ি জমান। তাঁর বাড়িতে একটি দোচালা বিশিষ্ট টিনের ঘর নির্মাণ করেন। দেশে তার স্ত্রী মুন্নী বেগম ২ সন্তান নিয়ে কোনভাবে দিনতিপাত করেন। তার বড় মেয়ে জুমা আক্তার ১০ শ্রেণির ছাত্রী এবং ছোট ছেলে আকবর হোসেন ৭ম শ্রেণির ছাত্র।
তার স্ত্রী মুন্নী বেগম জানান, আমার স্বামীই আমাদের একমাত্র সম্বল। এখন আমি ২ সন্তান নিয়ে কিভাবে চলবো? আল্লাহ কেনো আমার স্বামীকে এতো তাড়াতাড়ি নিয়ে গেলো- বলে আহাজারি করতে থাকেন। তিনি ও তার অবুঝ ২ সন্তান বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ করেন তার স্বামী ও সন্তানের পিতার লাশটি যেনো দ্রুত তাদের কাছে এনে দেয়।

১৫ সেপ্টেম্বর, ২০২৪।