সাহেদ হোসেন দিপু
বাদ্যযন্ত্র মুখরিত ব্যাপক আনন্দ উৎসাহ উদ্দীপনা ও জমকালো মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজনের মধ্য দিয়ে হাইমচর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বর্নাঢ্য র্যালি ও কেক কেটে মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।
বুধবার (১৭ মার্চ) বিকাল ৩টায় হাইমচর উপজেলা পরিষদ মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ মুজিব শতবর্ষ উদযাপন আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু বলেন, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। বঙ্গবন্ধুর জীবন আদর্শের আমরা আদর্শবান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে দেশকে স্বাধীন করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নে আমরা কাজ করে যাব। এটাই বঙ্গবন্ধুর শততম জন্মদিনে আমাদের অঙ্গীকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল। তিনি তার বক্তব্যে বলেন, প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে পরীক্ষিত কর্মী বাহিনীর সমন্বয়ে কমিটি গঠন করতে হবে। তৃণমূলে বঙ্গবন্ধুর প্রকৃত প্রেমিক দিয়ে আওয়ামী লীগ সাজাতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা যুবলীগ যুগ্ম-আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজান মিয়া, এমএ বাশার, হুমায়ুন কবির পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জি এম জাহিদ, উপজেলা যুবলীগ আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেন বেপারী, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম রনি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী ও উপজেলা ছাত্রলীগ নেতা খাদেমুল ইসলাম মিশু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা চোকদার, লোকমান মাস্টার, শাহউদ্দিন টিটু হাওলাদার, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খাঁন, প্রচার সম্পাদক মুনচুর পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজি, মো. মনির হোসেন দুলাল পাটওয়ারী, সালাউদ্দীন সরদার, শাহাদাত হোসেন সরকার, আহমদ আলী মাস্টারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ইউনিয়ন নেতৃবৃন্দের নেতৃত্বে আনন্দ র্যালি ও শোভাযাত্রার মাধ্যমে কর্মী ও সদস্যরা যোগদান করে। নীলকমল ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন সরদার, হাইমচর ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সরকার, আলগী দক্ষিণ ইউনিয়নের এসএম কবির ও উত্তর ইউনিয়ন থেকে মাকসুদ আলম খানের নেতৃত্বে মিছিলে নেতাকর্মীদের ঢল ছিল চোখে পড়ার মত। এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মিছিল সহকারে অনুষ্ঠানে যোগদান করেন। এদের মধ্যে উত্তর আলগী ইউনিয়নের ইসমাইল হোসেন আখন, গাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, চরভৈরবী ইউনিয়ন চেয়ারম্যান আহমদ আলী মাস্টার, উত্তর আলগী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোহাম্মদ আলী ও ৪, ৫, ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার পদপ্রার্থী আম্বিয়া বেগমের নেতৃত্বে মিছিল সহকারে অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
১৮ মার্চ, ২০২১।