স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর পক্ষে বিভিন্নস্থানে ইফতার সামগ্রীসহ ত্রাণ তৎপরতা অব্যহত রয়েছে। গত শনিবার সকালে সুজিত রায় নন্দীর পক্ষে মুক্তিযোদ্ধা হাফিজ মিয়ার হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র-যুগ্ম আহ্বায়ক শেখ শরিফ আহমেদ, জেলা সদস্য দেলোয়ার হোসেন রতন ও ছাত্রনেতা ছিদ্দিকুর রহমান।
এরপর দুপুরে সুজিত রায় নন্দীর উপহার হিসেবে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তুষ চন্দ্র মহুমদার ও ডেপুটি কমান্ডার হাফিজ মিয়ার নেতৃত্বে হাইমচর উপজেলার সব মুক্তিযোদ্ধাদের হাতে ত্রাণ পৌঁছে দেয়া হয়।
এ ব্যাপারে হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শন্তুষ চন্দ্র মজুমদার জানান দেশের এমন দুর্যোগময় অবস্থায় দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের পাশে এসে দাঁড়িয়ে চাঁদপুরের মাটি ও মানুষের জননন্দিত নেতা সুজিত রায় নন্দী যে মানবিকতার পরিচয় দিয়েছে তা সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।
এছাড়া দেশের বর্তমান পরিস্থিতিতে সুজিত রায় নন্দীর ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে বলেও তিনি জানান।
১৮ মে, ২০২০।