হাজীগঞ্জে প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

উপজেলা শ্রেষ্ঠদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ উপজেলা শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষিকা, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী, শ্রেষ্ঠ কাব শিক্ষক, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম বিদ্যালয়ের মাঝে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় এ শুভেচ্ছা স্মারক ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রেষ্ঠ শিক্ষক তুহিন হায়দার, শ্রেষ্ঠ শিক্ষিকা রোকেয়া সুলতানা, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ এসএমসি’র সভাপতি মুন্সী মোহাম্ম মনির, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী আনিসুর রহমান মজুমদার, শ্রেষ্ঠ কাব শিক্ষক মোহাম্মদ মাসুদ হোসেন, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান ও ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানারা বেগমের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়–য়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকের শিশু আগামি দিনের ভবিষ্যৎ। প্রাথমিক বিদ্যালয় হচ্ছে সেই ভবিষ্যতের ভিত। তাই কোমলমতি শিশু শিক্ষার্থীদের সেভাবে তৈরি করে তোলতে হবে। বিদ্যালয়ের সফলতা দেখানোর জন্য, পরীক্ষার্থীদের কোনভাবেই অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত করা যাবে না। আমাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, বিদ্যালয়ের প্রতিটি শিশু শিক্ষার্থীকে নিজের সন্তান করে নিতে হবে। তাদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় মন-মানসিকতা এবং যার যার ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ শিক্ষা দিতে হবে। শিশু শিক্ষার্থীদের সাথে এমন আচরন করা যাবে না, যাতে তাদের মাঝে নৈতিবাচক মনোভাব সৃষ্টি না হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বুলবুল সরকারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সরোয়ার জাহান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা একেএম মিজানুর রহমান, আফতাবুল ইসলাম, নাসরিন সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকর সিদ্দিক তফাদার ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান।
এ সময় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের মতামত ব্যক্ত করেন। সভায় উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।