হাজীগঞ্জে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে আইদি পরিবহনের একটি বাসের সাথে সিএনজিচালিত স্কুটারের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ আলী গাজী (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি সিএনজির চালক ছিলেন। দুর্ঘটনায় স্কুটারের পাঁচজন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে স্থানীয়ভাবে চারজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং গুরুতর আহত মো. উজির আলী (৪৬) নামের এক এনজিও কর্মীকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ধেররা চৌধুরী বাড়ির সংলগ্ন এলাকায় তালুকদার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজির চালক মোহাম্মদ আলী চাঁদপুর সদর উপজেলার খলিশাডুলি এলাকার ফয়সাল ফিলিং স্টেশন সংলগ্ন গাজী বাড়ির মৃত ছলেমান গাজীর ছেলে। গুরুতর আহত মো. উজির আলীর বাড়ি নাটোর জেলায়। তিনি জাগরণী সংস্থা নামে একটি এনজিও’র হাজীগঞ্জে মাঠ কর্মী হিসেবে কর্মরত।
স্থানীয় ব্যবসায়ী সুমন তফাদার সংবাদকর্মীদের জানান, আইদি পরিবহনের বাসটি (কুমিল্লা-ব ১১-০৩০৪) চাঁদপুর থেকে হাজীগঞ্জের দিকে আসছিলো। আর হাজীগঞ্জ থেকে যাওয়া চাঁদপুরমুখী সিএনজিচালিত স্কুটারটি ঘটনাস্থলে পৌঁছলে পরিবহন দুইটির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে সিএনজির চালকসহ পাঁচজন যাত্রী আহত হন। এর মধ্যে গুরুতর আহত চালক মোহাম্মদ আলী ও যাত্রী উজির আলীকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
পরে মোহাম্মদ আলীর স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে অ্যাম্বুলেন্সযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত পরিবহন দুইটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
নিহতের বড় ভাই মজিবুর রহমান গাজী বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত হলে প্রথমে আমার ভাইকে স্থানীয়রা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় রেফার করেন। এরপর কুমিল্লা নেওয়ার পথে তিনি মারা যান।
নিহতের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, দুর্ঘটনা কবলিত সিএনজি ও আইদি পরিবহনের বাসটি থানা হেফাজতে রয়েছে। চালকের মরদেহ কুমিল্লা থেকে আনা হলে আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর এবং পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থাগ্রহণ করা হবে।

২৪ অক্টোবর, ২০২৪।