হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ৩ দিনব্যাপী (২৯-৩১ মে) কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। সোমবার (৩১ মে) প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁদপুরের অতিরিক্ত উপ-পরিচালক ড. মো. আনিছুর রহমান। ২০২০-২১ অর্থ বছরে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের আয়োজনে ও ‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানে গত শনিবার সকালে আলীগঞ্জ পিটিআই’র হলরুমে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক কৃষিবীদ এ.কে.এম মনিরুল আলম। সমাপনী ও উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মো. মাজেদুর রহমান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আজাদ হোসেনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে পিটিআই’র সুপারিনটেনডেন্ট মো. জয়নাল আবেদীনসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী কৃষক ও কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান করেন জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের কৃষিবীদ কর্মকর্তারা। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।
০১ জুন, ২০২১।