অসহায়ের পাশে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ

স্টাফ রিপোর্টার

চাঁদপুরের প্রথম নারী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন বেগম অঞ্জনা খান মজলিশ। নিয়মিত রুটিন কাজের বাহিরেও তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসতি হচ্ছেন। শুধুমাত্র প্রশংসাই নয়, মানবতার দৃষ্টান্তও একের পর এক তৈরী হচ্ছে। তাঁর এই ধরণের কাজ অব্যাহত থাকলে তিনি অসহায় ও দুঃস্থ মানুষের ডিসি হিসেবে খুব অল্প সময়ে পরিচিতি লাভ করবেন। গত সোমবার অসহায় এক নারীর পাশে দাঁড়িয়ে আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তিনি নিজে ‘জেলা প্রশাসক চাঁদপুর’ ফেসবুকে লিখেছেন-নদীর তীর ভাঙা এলাকার বাসিন্দা আছিয়া বেগম। হাইমচর উপজেলার পূর্ব চরকৃষ্ণপুর ইউনিয়নের বাসিন্দা তিনি। স্বামী মারা গেছেন প্রায় ১৫ বছর আগে। থাকা খাওয়ার বন্দোবস্ত প্রায় নেই বললেই চলে। নদীর পাড়ে ছোট জরাজীর্ণ ঘরে বাস করেন তিনি। একমাত্র নাতিকে নিয়ে কোনমতে দিনযাপন করেন।

জেলা প্রশাসক বেগম অঞ্জনা খান মজলিশের নজরে এলে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে আছিয়া বেগমকে নগদ ৬ হাজার টাকা অর্থ সহায়তা করেন। একইসাথে তার ঘর মেরামতের জন্য ২ বান্ডেল টিন প্রদান করেন।

 

০৯ জুন, ২০২১।