স্টাফ রিপোর্টার
‘বিতর্ক মানে যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ এই শে¬াগানকে সামনে রেখে আজ চাঁদপুরে বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব ২০১৯ অনুষ্ঠিত হবে। সকালে চাঁদপুর প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় বিতর্ক উৎসবের উদ্বোধন করবেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ মঈনুল হাসান।
এবারের বিতর্কে ৮টি স্কুল অংশগ্রহণ করছে। স্কুলগুলো হচ্ছেঃ হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাবুরহাট স্কুল এন্ড কলেজ, লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়, লেডী প্রতীমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়, পুরাণবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, পুরাণবাজার নুরীয়া পাইলট হাইস্কুল, গণি আদর্শ উচ্চ বিদ্যালয়। আয়োজকরা জানিয়েছেন, সাড়ে ৮টায় রেজিস্ট্রেশন এবং ৯টায় মূল পর্ব শুরু হবে।
এ বিতর্ক উৎসবের সভাপতিত্ব করবেন চাঁদপুর সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি লেখক, ছড়াকার ডা. পীযূষ কান্তি বড়–য়া। এতে আমন্ত্রিতদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন সুহৃদ সমাবেশের সভাপতি ডা. পীযূষ কান্তি বড়–য়া ও সাধারণ সম্পাদক খায়রুল আহসান সুফিয়ান। উৎসবের সমন্বয়ক হিসেবে থাকবেন সমকালের জেলা প্রতিনিধি, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী। বিকেল ৪টায় বিতার্কিকদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।
- Home
- প্রথম পাতা
- আজ চাঁদপুরে বিএফএফ সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
Post navigation
