আজ চাঁদপুর শহরের প্রথম শহীদ মুক্তিযোদ্ধা জাবেদের মৃত্যুবার্ষিকী


প্রেস বিজ্ঞপ্তি
আজ মুক্তিযুদ্ধের বীর সেনানী, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন, চাঁদপুরের গর্ব, একাত্তরের যুদ্ধে শহীদ ২নং সেক্টর চাঁদপুর মহকুমা বিএলএফ কমান্ডার, যুদ্ধকালীন সময়ে চাঁদপুর শহরের প্রথম শহীদ মো. শহীদ উল্লাহ জাবেদের আজ ৪৭তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের ১৩ অক্টোবর বাংকার পরিদর্শনকালে ফরিদগঞ্জ থানার টুবগী ব্রিজের নিচে ঘাতকের গুলিতে শাহাদাতবরণ করেন তিনি।
এ উপলক্ষে আজ রোববার শহীদ জাবেদ সড়কস্থ হেদায়েত জুলেখা বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। ঐ দোয়ার অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করা হয়েছে।

১৩ অক্টোবর, ২০১৯।