আজ চাঁদপুর সরকারি কলেজে বিকল্প বাজেট প্রস্তাবনা

বাংলাদেশ অর্থনীতি সমিতির আয়োজনে

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ অর্থনীতি সমিতির আয়োজনে আজ শনিবার সকাল ১১টায় চাঁদপুর সরকারি কলেজ শিক্ষক মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ অর্থনীতি সমিতি বিকল্প বাজেট প্রস্তাবনা ২০১৯-২০ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মলনে বিকল্প বাজেট উপস্থাপন করবেন বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহী সদস্য সৈয়দা নাজমা পারভীন পাপড়ী ও নেসার আহম্মেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থকবেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ এস এম দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাধ্যক্ষ অসিত বরন দাস। সংবাদ সম্মেলনটি চাঁদপুরসহ দেশের ২৬টি জেলা শহরে একই সময়ে অনুষ্ঠিত হবে।
উক্ত সংবাদ সম্মেলনে চাঁদপুর শহরের স্থানীয়, জাতীয় ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর।