ফরিদগঞ্জ ব্যুরো
আজ রোববার থেকে ফরিদগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুর্ধ্ব-১৭ (কিশোর) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা অনুর্ধ্ব-১৭ (কিশোরী) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জে এ সংক্রান্ত এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সভাপতিত্বে উপজেলা পরিষদের প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান উপস্থিত ছিলেন।
এসময় থানার পরিদর্শক (তদন্ত) অহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, উপজেলা শিক্ষা অফিসার মনির উজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফি, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুন্নবী নোমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান আব্দুল হাই, শফিকুর রহমান, শওকত আলী বক্তব্য রাখেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী আজ দুপুর তিনটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর অনুর্ধ্ব-১৭ (কিশোর) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ফরিদগঞ্জ পৌরসভা একাদশ ও গোবিন্দপুর উত্তর ইউনিয়ন একাদশ পরস্পরের মুখোমুখি হবে। একই দিন উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় পাইকপাড়া দক্ষিণ ইউপি একাদশ ও গোবিন্দপুর দক্ষিণ ইউপি একাদশ পরস্পরের মুখোমুখি হবে।
এছাড়া আগামি ১২ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল, ১৩ সেপ্টেম্বর সেমিফাইনাল ও ১৪ সেপ্টেম্বর ফাইনাল অনুুষ্ঠিত হবে।
০৮ সেপ্টেম্বর, ২০১৯।