স্টাফ রিপোর্টার
আজ বুধবার চাঁদপুর সদর উপজেলার রঙ্গেরগাঁও জামে মসজিদ কমপ্লেক্সে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। হাজি শরীয়ত উল্লাহ (রহ.) এর ৬ষ্ঠ পুরুষ ও বাহাদুরপুরের পীরে কামেল হাজি বিন ইয়ামিনের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আছিয়া ওয়াশিং প্ল্যান্টের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মো. মোবারক হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ মাও. আবু হানিফ আনওয়ারী।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হাজি শরীয়ত উল্লাহ (রহ.) এর ৬ষ্ঠ পুরুষ ও বাহাদুরপুরের পীরজাদা হাফেজ মাও. হানজালা আহমাদ, দাসাদী ইসলামিয়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক আলহাজ মাওলানা মাহ্দী হাসান রুহানী এবং টোরা মুন্সিরহাট আলিম মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মাহবুবুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কল্যাণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শাখাওয়াত হোসেন রনি পাটওয়ারী, বিশিষ্ট ব্যবসায়ী মো. মনির হাওলাদার, দৈনিক ইল্শেপাড়ের প্রধান সম্পাদক রোটারিয়ান মো. মাহবুবুর রহমান সুমন, ছাবেরা খাতুন আদর্শ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মো. সাইফুল আলম খান, সৌদি প্রবাসী আলহাজ মো. শুক্কুর আখন্দ, বিশিষ্ট ব্যবসায়ী মো. জুলহাস কাজী ও প্রবাসী মো. শাহাদাত হোসেন খান।
রঙ্গেরগাঁও জামে মসজিদ কমপ্লেক্সের সভাপতি শেখ মো. আলমগীর ঐ মাহফিলে ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- আজ রঙ্গেরগাঁও জামে মসজিদে ওয়াজ ও দোয়ার মাহফিল