মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন। গতকাল শনিবার বিকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের সদস্যের প্রত্যক্ষ ভোটে তিনি সভাপতি নির্বাচিত হয়েছেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচন অনুষ্ঠানে ৮ জন সদস্যের মধ্যে ৭ জন সদস্য উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ৩ জন অভিভাবক সদস্য, ১ জন সংরক্ষিত নারী সদস্য ও ৩ জন শিক্ষক প্রতিনিধি ভোটাধিকার প্রয়োগ করেন। ১ জন অভিভাবক সদস্য অনুপস্থিত ছিলেন।
সভাপতি নির্বাচন অনুষ্ঠানে বর্তমান সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিনসহ দু’জন প্রার্থীর নাম প্রস্তাব করা হয়। পরে উপস্থিত পরিচালনা পর্ষদের ৭ জন্য সদস্য প্রত্যক্ষ ভোট দেন। তাদের ভোটে গাজী মো. মাইনুদ্দিন ৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, পরিচালনা পর্ষদের প্রত্যক্ষ ভোটে গাজী মো. মাইনুদ্দিন আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন।