স্টাফ রিপোর্টার
গতকাল বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের সাইনকিসাইর জামিয়া ইসলামিয়া এতিমখানা মাদ্রাসায় ইউনিয়ন আওয়ামী লীগের সদ্যপ্রয়াত সিনিয়র সহ-সভাপতি মরহুম আবু তাহের মাস্টারের রুহের মাগফেরাত কামনায় দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. হারুন অর রশিদ সাগরের আয়োজনে মাহফিলে উপস্থিত ছিলেন বালিথুবা পূর্ব ইউপির চেয়ারম্যান এইচএম হারুন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আবু তালেব সর্দার, সাবেক ছাত্রলীগ নেতা আবদুস সালাম আজাদ জুয়েল, আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মহসিন তপাদার, খোরশেদ আলম, হারিছ হোসেন, টুটুল সর্দার, পাইকপাড়া উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম সর্দার, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কবির তপাদার, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আকরাম খান, ছাত্রলীগ নেতা আক্তারুজ্জামান মুন্না, বাধন পাটওয়ারী, আবদুর রউফ রুবাইয়াত প্রমুখ।
এতিমখানার দেড়শ’ ছাত্র দোয়ার মাহফিলে অংশ নেন। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মোহতামিম মাওলানা দেলোয়ার হোসেন মল্লিক।
০৫ সেপ্টেম্বর, ২০১৯।