ইউনিয়ন আ.লীগের সভাপতি পদে রামপুরে পলাশ পাটওয়ারীকে দেখতে চায় নেতাকর্মীরা


সজীব খান
চাঁদপুর সদর উপজেলা রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে রামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, রামপুর ইউনিয়নের আওয়ামী লীগ কার্যালয়ের জমি দাতা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির ¯েœহভাজন, শিক্ষানুরাগী ও সমাজসেবক ফরিদ উদ্দিন আহমেদ (পলাশ) পাটওয়ারীকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দেখতে চায় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।
পলাশ পাটওয়ারী রামপুর ইউনিয়ন আওয়ামী লীগকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য ছাত্র জীবন থেকেই স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে রাজনীতি করে আসছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন, ইউপি নির্বাচনে তিনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন। গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য তিনি নিরলসভাবে কাজ করেছেন।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক, চাঁদপুর হাইমচরের উন্নয়নের রুপকার, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে পলাশ পাটওয়ারী বিশ্বস্ত হিসেবে পরিচিতি লাভ করেছেন।
উল্লেখ্য, পলাশ পাটওয়ারী ১৯৯৪ সালে বিএনপির এমপি আলম খানের রোষানলে পড়ে জেল খাটেন এবং জরিমানা প্রদান করেন। ২০০৪ সালে নৌকার পক্ষে নিবেদিতভাবে কাজ করার জন্য সেনাবাহিনীর হাতে আটক হয়ে ৩ মাস কারাভোগ করেন। ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনের দিন সেনাবাহিনী তাকে আটক করে দিনভর গাড়িতে বেঁধে রেখে নির্যাতন করে এবং তৎকালীন এমপি নির্বাচন পরবর্তী সময় জি এম ফজলুল হকের ঘোড়ার গাড়ি ও রাশেদা বেগম হিরার প্রাইভেট কার ভাংচুর মামলায় জেল খাটেন এবং ১/১১ সময়কালে ফের সেনাবাহিনীর হাতে তিনি আটক হন।
পলাশ পাটওয়ারী রামপুর ইউনিয়ন যুবলীগে থাকাকালীন সময়ে রামপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন। দলের নেতাকর্মী ও সমর্থকদের বিভিন্ন বিপদে-আপদে একজন অভিভাবকের মত পাশে দাঁড়িয়েছেন। সঠিক বুদ্ধি-পরামর্শ দিয়ে তিনি তাদের সমস্যা সমাধান করেছেন। পলাশ পাটওয়ারী রামপুরের সর্বস্তরের মানুষের কাছে একজন সৎ ও জনপ্রিয় ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
সরজমিনে রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে আলাপ করলে তারা জানান, পলাশ পাটওয়ারী আওয়ামী লীগের একজন সুদক্ষ কর্মী। তিনি রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ পেলে আওয়ামী লীগকে সংগঠিত করে সর্বস্তরে বিস্তার লাভ করবেন। পলাশ পাটওয়ারী একজন সৎ ব্যক্তি হিসেবে সভাপতি পদে তার বিকল্প নেই। তিনি যে ভাবে লোভ লালসার উর্ধ্বে থেকে সবার জন্য কাজ করেন, তা রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের জন্য দৃষ্টান্ত।
পলাশ পাটওয়ারী বলেন, দলের প্রয়োজনে তিনি রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমর্থনে সভাপতি হিসেবে নিজের নাম প্রস্তাব করেছি। আমি বিগত দিনে বিএনপি-জামায়েতের বিভিন্ন নাশকতার প্রতিরোধে মহাসড়কে থেকে তা প্রতিহত করেছি। দলের জন্য জেল খেটেছি, সেনাবাহিনীর হাতে আটক হয়েছি। আমি দীর্ঘদিন ছাত্র ও যুব রাজনীতি করেছি। চাঁদপুরের উন্নয়নের রুপকার, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির হাতকে শক্তিশালী করার জন্য ইউনিয়নের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করছি। যতদিন বাঁচবো ততদিন আওয়ামী লীগের রাজনীতির সাথে থাকবো, ইনশাল্লাহ।

১৫ অক্টোবর, ২০১৯।