মো. আবরার হোসাইন
চাঁদপুর শহরের ওয়ারলেস এলাকার ইকরা মডেল একাডেমির আয়োজনে ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল।
এ সময় তিনি বলেন, আজ যারা বৃত্তি পেয়ে সংবর্ধনা পাচ্ছে আমি তোমাদের শুভেচ্ছা জানাই। পরীক্ষায় তোমরা ভালো ফলাফল করেছ। আমরা মানুষ সৃষ্টির সেরা জীব। এই পৃথিবীতে অনেক প্রাণি আছে হিংস্র। তার মধ্যে মানুষ হচ্ছে সেরা জীব। অন্যান্য পশু যেমন বন্দি, আমরা মানুষরা কিন্তু বন্ধনমুক্ত। আর সেজন্যই আমরা মানুষ কিন্তু সৃষ্টির সেরা জীব হয়েছি। মানুষ বেঁচে থাকার জন্য জ্ঞানার্জন করে। পুঁথিগত বিদ্যায় জ্ঞানার্জন করি। মানুষের ঘরে জন্ম নিলেই আমরা বলি মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। নৈতিকতার শিক্ষা শিশুদের দিতে হবে। আমাদের শিক্ষার বিষয়টি দেড় বছর বয়স থেকে শুরু হয়ে যায়। একজন শিশুর কাছে একজন মা হলো তার আদর্শ বিদ্যালয়। আদর্শ মানুষ হওয়ার শিক্ষা নিজ গৃহ থেকে দিতে হবে। আপনার সন্তান ভালো ফলাফল করল তার দিকে না তাকিয়ে তাকে অতিরিক্ত সাহস দিবেন না। তবে মিথ্যার আশ্রয় নিতে দিবেন না। তা থেকে মুক্ত রাখতে হবে। আপনি যা করবেন, শিশুরা তা শিখবে। নৈতিকতার শিক্ষা শিশুদের এখন থেকে দিতে হবে। আজ যারা ভালো ফলাফল করেছ তারা একদিন মানুষ হয়ে গড়ে উঠবে।
ইকরা মডেল একাডেমির উপদেষ্টা রোটারিয়ান কাজী শাহাদাতের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা গোলাম হোসেন টিটুর পরিচালনায় বক্তব্য রাখেন হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা শাফি বন্যা, সাংবাদিক জিয়াউর রহমান বেলাল।
অভিভাবক সমাবেশ শেষে ২০১৮ সালের ইকরা মডেল একডেমি থেকে বৃত্তিপ্রাপ্ত ৬৪ জন শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়।
১৮ সেপ্টেম্বর, ২০১৯।