আমির হোসেন
বিপুল উৎসাহ=উদ্দীপনার মধ্য দিয়ে কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৩টায় কচুয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির উপদেষ্টা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী। দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় গোপন ব্যালটের ভিত্তিতে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্বাচন। নির্বাচন পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ। তাদের সহযোগিতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার ও দপ্তর সম্পাদক কবির হোসেন।
এতে সভাপতি পদে কাজী জহিরুল আলম টগর ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর পেয়েছেন ৭১ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬১ ভোট পেয়ে অ্যাড. এম. আখতার হোসাইন নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রার্থী মো. মনির হোসেন পেয়েছেন ৬০ ভোট।