এনজিও সমন্বয় পরিষদের দোয়া ও ইফতার মাহফিল


সরকারের উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরতে হবে
………………….জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান
স্টাফ রিপোর্টার
চাঁদপুর জেলা এনজিও সমন্বয় পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, রমজান হলো আত্মশুদ্ধির মাস। এই মাসে গোটা বাংলাদেশের সব মুসলমানসহ বিশ্বের মুসলমানরা নিজেদের আত্মশুদ্ধির জন্য রোজা রাখছে। বিশ্বের যে কোনো মুসলমানদের চেয়ে বাংলাদেশের মুসলমানরা অনেক বেশি ধর্মপরায়ন। বাংলাদেশের মুসলমানদের মাঝে ধর্মীয় অনুভূতি ও ধর্মীয় মূল্যবোধ অনেক বেশি কাজ করে। আমরা প্রত্যেকেই জেনো প্রত্যেকের ধর্মের প্রতি অনুগত্য থাকি এবং সত্য এবং ন্যায়ের সাথে নিজেকে পরিচালিত করতে পারি।
তিনি আরো বলেন, এ দেশটা আপনার আমার সবার। তাই সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে। আপনারা মাঠ পর্যায়ে করে করেন। মানুষের ঘরে ঘরে আপনারা যান। সরকারের উন্নয়নের চিত্র মানুষের কাছে তুলে ধরতে হবে।
চাঁদপুর জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি রেজ্জাকুল হায়দার খোকনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক পিএম বিল্লালের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সংগঠনের সহ-সভাপতি সালাহ উদ্দিন আহমেদ।
মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওসমান, সংগঠনের আহ্বায়ক ও সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার শাহেদ রিয়াজসহ বিভিন্ন সংগঠনের সদস্য ও এনজিও প্রতিনিধিরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ছায়াবাণী মোড় রেলওয়ে নূরাণী জামে মসজিদের ইমাম মাও. মো. কামরুল ইসলাম।