এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন আ.লীগে যোগদান

স্টাফ রিপোর্টার :
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ মো. গোলাম হোসেন আওয়ামী লীগের রাজনীতিকে গতিশীল করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে সাধারন সদস্য পদ গ্রহনের মাধ্যমে আওয়ামী লীগে যোগদান করেছেন। গত ২৩ নভেম্বর রাতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলালের বাসভবনে তিনি সদস্য ফরম গ্রহণ করেন। পরে মো. গোলাম হোসেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ ও সহ-সভাপতি আলহাজ ইউসুফ গাজীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
এ সময় তিনি বলেন, আমরা সবাই মিলে দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রাজনীতি বিশ্বাসী ও ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে উন্নীত করার যে স্বপ্ন আমরা দেখেছি তা বাস্তবায়নের লক্ষ্যে সরকার যে কাজ করে যাচ্ছে আমার বাংলাদেশ আওয়ামী লীগে যোগদানের মাধ্যমে তা বাস্তবায়ন সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।
সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো. শাহাদাত মিয়া, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, চাঁদপুর জেলা পরিষদ সদস্য মো. জোবায়ের হোসেন, ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা আঃ সামাদ আজাদ, জসিম উদ্দিন লিটন, ইউনিয়ন আ.লীগের সভাপতি মিজানুর রহমান সর্দার, আলহাজ হারুন আর রশীদ পাটওয়ারী, আতাউর রহমান মিঠু, আঃ রব মোল্লা, সাধারন সম্পাদক রেজাউল মাওলা হেলাল, মো. সেলিম মিয়া, মো. শাহ্জাহান ও পৌর আ.লীগ নেতা মঞ্জুর আহমেদ সুজনসহ আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এ সংবাদে গত শুক্রবার কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে আ.লীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ্য, কচুয়ার কৃতী সন্তান ও চাঁদপুর-১ কচুয়া আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ মো. গোলাম হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের পরিচালক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন শেষে ২০১৫ সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন।