সজীব খান
চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জে এসসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ নভেম্বর সকাল ১০টা এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১ হাজার ৬৩ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও ৮ জন ছিলেন অনুপস্থিত।
সারাদেশে শুরু হওয়া জেএসসি পরীক্ষায় এ কেন্দ্রে ১১টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রী অংশ নেয়। স্কুলগুলো হচ্ছে- শাহতলী উচ্চ বিদ্যালয়, শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয়, মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়, কৃষ্ণপুর জোহারা বালিকা উচ্চ বিদ্যালয়, হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়, হামানকর্দ্দী উচ্চ বিদ্যালয় ও কামরাঙ্গা স্কুল এন্ড কলেজ। এ কেন্দ্রে মোট পরীক্ষার্থীর মধ্যে ৪শ’ ৪ জন ছাত্র, ৬শ’ ৬০ জন ছাত্রী রয়েছে।
কেন্দ্রের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন ও মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম। কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন এমএম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন পাটওয়ারী ও সহকারী সচিবের দায়িত্ব পালন করেন শাহতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেন পাটওয়ারী।
- Home
- শিক্ষা ও সাহিত্য
- এমএম নুরুল হক উবি কেন্দ্র জেএসসিতে ৮ পরীক্ষার্থীর অনুপস্থিত