এরশাদের কুলখানি উপলক্ষে চাঁদপুরে জাপা’র সভা

 

স্টাফ রিপোর্টার

জাতীয় পাটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম হোসাইন মুহাম্মদ এরশাদের কুলখানি উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা ও পৌর জাতীয় পার্টির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে চেয়ারম্যান ঘাটস্থ সুইটি সেন্টারে অ্যাড. মোহাম্মদ মহসিন খানের চেম্বারে সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে আগামি ৩১ আগস্ট বাদ জোহর শহরের বিপণীবাগস্থ পার্টি হাউজে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের কুলখানি উপলক্ষে শোকসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে। কুলখানিতে জেলা, সদর, পৌর জাতীয় পার্টি, যুব সংহতি, ছাত্র সমাজ, কৃষক পার্টি, শ্রমিক পার্টি, মহিলা পার্টিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়।

সদর উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব অ্যাড. মোহাম্মদ মহসীন খানের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় জাতীয় পার্টির সদস্য প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর।

পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম খানের পরিচালনা প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক মো. শাহাজাহান মাতব্বর, জেলা কৃষক পার্টির সাধারণ সম্পাদক আবুল হোসেন দর্জি, জেলা যুব সংহতির সদস্য সচিব গোলাম মোস্তফা নিঝুম পাটওয়ারী, কেন্দ্রিয় ছাত্র সমাজের সাবেক সদস্য মো. নাজমুল হোসেন গাজী, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন পাটওয়ারী, জেলা মহিলা পার্টির সদস্য সচিব ফারিয়া চৌধুরী সেলিনা, ৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি মিজানুর গাজী, ৫নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক পেয়ার আহমেদ, ৭নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা আল আমিন, ৮নং ওয়ার্ড জাতীয় পার্টির আহ্বায়ক মো. ছাত্তার, ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি নুরুজ্জামান কালু, সহ-সভাপতি বিটু ছৈয়াল, সদস্য জসিম বকাউল, ১০নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নাছির গাজী, নেতা আবুল মল্লিক, ১৩নং ওয়ার্ড জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শাহাজাহান সাজু, ১৪নং ওয়ার্ড জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক গাজী, ১৫নং ওয়ার্ড জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বাচ্চু মোল্লা, যুবনেতা মনির পাটওয়ারী প্রমুখ।

 

২৯ আগস্ট, ২০১৯।