এসএনবি ওপেন স্কাউটস গ্রুপের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার
শেখ নাছিমা বেগম ওপেন স্কাউটস গ্রুপ সাফল্যের সাথে একটি বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার গ্রুপের নেতৃবৃন্দের উদ্যোগে এসএনবি ওপেন স্কাউটস গ্রুপ প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রেজিস্ট্রেশন ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন আঞ্চলিক কমিশনার, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চল ও শেখ নাছিমা বেগম ওপেন স্কাউটস গ্রুফের প্রধান উপদেষ্টা মফিদুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একজন আদর্শ মানুষ গড়তে স্কাউটিংয়ের বিকল্প নেই। মাত্র ৮ জন বালক নিয়ে গঠিত স্কাউট সারা বিশ্বে লক্ষ লক্ষ স্কাউট তৈরি করতে সক্ষম হয়েছে। তাই সবাইকে পড়ালেখার পাশাপাশি স্কাউটিংয়ে মনোযোগী হতে হবে। আমি এসএনবি ওপেন স্কাউটস গ্রুপের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সফলতা কামনা করছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস হাজীগঞ্জ উপজেলা শখার কোষাধ্যক্ষ শফিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস হাজীগঞ্জ উপজেলা শাখার সহযোগী সদস্য এমরান হোসেন সুমন, বাংলাদেশ স্কাউটস কুমিল্লা অঞ্চল উডব্যজার কাব শাখার জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠান পরিচালনা বিভাগীয় সিনিয়র রোভারমেট প্রতিনিধি ও শেখ নাছিমা বেগম ওপেন স্কাউটস গ্রুপ সম্পাদক আল মামুন। এছাড়া অনুষ্ঠানে শেখ নাছিমা বেগম ওপেন স্কাউটস গ্রুপের নির্বাহী সদস্য, স্কাউট ও কাব সদস্যরা উপস্থিত ছিলেন।