নগদ ১২ লাখ টাকাসহ প্রায় কোটি টাকার ক্ষতি
আহসান হাবীব সুমন
কচুয়া উপজেলার উত্তর কচুয়া ইউনিয়নের খিড্ডা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের নগদ টাকা ও মালামালসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ১২ লাখ নগদ টাকা ও দোকানের বিভিন্ন মালামালসহ প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) ভোরে দিপা সার ও কীটনাশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে পর্যায়ক্রমে আগুনের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে অন্য দোকানগুলোতে আগুন লেগে ৭টি দোকানঘর পুড়ে যায়।
খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ১টি ইউনিট ও স্থানীয়রাসহ প্রায় ১ ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততোক্ষণে দোকানে থাকা নগদ টাকা, দোকানের মালামাল ও আসবাবপত্র পুড়ে প্রায় ১ কোটি টাকা ক্ষতিসাধন হয়।
পুড়ে যাওয়া দোকানগুলো হচ্ছে- সুলতান আহমেদের ৪টি দোকান, দিপা সার ও কীটনাশক, সুলতান ভ্যারেইটিজ স্টোর, নূরজাহান ভ্যারেইটিজ স্টোর ও আবির এন্টারপ্রাইজ। এতে নগদ ১২ লাখ টাকাসহ ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা। এছাড়া পার্শ্ববর্তী জিলানীর কম্পিউটার ও মোবাইল দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লাখ টাকা ও হানিফ তালুকদারের ডেকোরটর দোকানে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
খবর পেয়ে শনিবার সকালে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান, ইউপি চেয়ারম্যান আখতার হোসাইন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সহায়তা প্রদান করা হবে বলে ক্ষতিগ্রস্তদের আশ^াস প্রদান করেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুলতান আহমেদ বলেন, আমি বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে সার ও কীটনাশক, বিভিন্ন মুদি ভ্যারেইটিজ ও বস্ত্র ও জুতা দোকানসহ ৪টি দোকান পরিচালনা করে আসছি। আমার ৪টি দোকানের নগদ ১২ লাখ টাকাসহ দোকানের সব মালামালও পুড়ে ছাই হয়ে যায়। আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।
১২ ফেব্রুয়ারি, ২০২৩।