কচুয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ

rbt

কচুয়া ব্যুরো
কচুয়ায় মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বিতরণ করেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির গর্বিত বীর সন্তান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা এদেশের স্বাধীনতা অর্জন ও লাল সবুজের মানচিত্র এনে দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাশীল। কেননা, তাঁদের অবদান ভুলার মতো নয়। তিনি আরো বলেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধিতে কাজ করছেন। যা’ অন্য কোনো সরকার করেননি।
উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুহাম্মদ মাহবুব-উল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহাজাহন শিশির, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি ইয়াকুব আলী মাস্টার, মুক্তিযোদ্ধা কর্নেল (অব:) মো. ফজলুল হক, যুদ্ধকালীন কমান্ডার আব্দুর রশিদ পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নাজমুল আলম স্বপন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ইঞ্জি. একেএম আব্দুল মোতালেব, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হেসেন, ওসি ইব্রাহিম খলিল, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রত্যাশী আকতার হোসেন সোহেল ভূঁইয়া, হুমায়ুন কবির মিয়াজী, কামরুন্নাহার মিয়াজী, ফয়েজ আহমেদ স্বপন, সাধারন সম্পাদক প্রত্যাশী অ্যাড. হেলাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, এম আখতার হোসাইন মজুমদার, কবির হোসেনসহ দলীয় নেতাকর্মী ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

০৪ ডিসেম্বর, ২০২২।