কচুয়া ব্যুরো
‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ স্লোগানে কচুয়া জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) কচুয়া উপজেলা সিনিয়র মৎস্য কার্যালয়ে উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য উপস্থাপন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাসাদুল হাছান, সহকারী সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সাংবাদিক আবুল হোসেন প্রমুখ।
এসময় কচুয়া উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
২৯ আগস্ট, ২০২১।