আহসান হাবীব সুমন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, স্থানীয় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ত্যাগী ও পরীক্ষিতরা দলীয় আদর্শের ভিত্তিতে চেয়ারম্যান প্রার্থীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা মনোনীত করবেন। দলীয় প্রতীক পাইয়ে দেওয়ার কথা বলে অনেকের বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এসব কতিপয় চক্র থেকে দলীয় লোকজনকে দূরে থাকতে হবে এবং তাদের প্রতিহত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্যতার ভিত্তিতে দলীয় প্রার্থী মনোনীত করবেন।
তিনি আরো বলেন, সম্প্রতি জনতার উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশিরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছে। খুব শ্রীঘ্রই জনতার চেয়ারম্যান শিশিরকে জনতার মাঝে ফিরেয়ে আনবো।
তিনি রোববার (১৭ অক্টোবর) দুপুরে কচুয়ার পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দলীয় মনোনয়ন প্রত্যাশী আলাউদ্দিন লিটনের উদ্যোগে বারৈয়ারা পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলি বলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওনক আরা রত্না, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা নির্বাহী অফিসার দীপায়ন দাস, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, পাথৈর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দলীয় মনোয়ন প্রত্যাশী আলাউদ্দিন লিটন, বিতারা ইউনিয়নের সভাপতি কবীর পাটওয়ারী, উপজেলা যুবলীগের সহসভাপতি বিতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রাজিব আহমেদ রাজু, পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তর, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল, ইব্রাহীম খলিল বাদল, এসএম জাকির হোসেন সবুজসহ স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
১৮ অক্টোবর, ২০২১।