কচুয়ায় নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়া ব্যুরো
কচুয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজা ও ২৮ পিস ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) কুমিল্লা-চাঁদপুর সড়কে কচুয়া ও জগতপুর নামক স্থানে কচুয়া থানার ওসির নেতৃত্বে যাত্রীবাহী রিলাক্স পরিবহনে অভিযান চালিয়ে এসআই রাজ্জাক ৬ কেজি গাঁজা ও ২৮ পিস ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী পারুল (২৭) কে আটক করে।
ওই নারী মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার চোদ্দগ্রাম উপজেলার হানিফের স্ত্রী।
এ ব্যাপারে কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৬ কেজি গাঁজা ও ২৮ পিস ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী পারুলকে আটক করা হয়। দুপুরে তার বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়।

২৬ অক্টোবর, ২০২১।