স্টাফ রিপোর্টার
কচুয়ায় পানিতে ডুবে মোহাম্মদ হোসাইন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ আগস্ট) উপজেলার বিতারা ইউনিয়নের মাঝিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। মোহাম্মদ হোসাইন একই গ্রামের প্রবাসী লিটন মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে বাড়ির লোকজন যখন পারিবারিক কাজে ব্যস্ত সে সময়ে খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ির উত্তর পাশে বর্ষার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে।
ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে বলে নিহতের চাচা মো. আবুল কালাম মোল্লা জানিয়েছেন।
১৯ আগস্ট, ২০২১।