কচুয়া ব্যুরো
‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে কচুয়া উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনীর মেলা। শনিবার (৫ জুন) প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম।
মেলায় উপজেলার ১টি পৌরসভাসহ ১২টি ইউনিয়ন থেকে বিভিন্ন খামারিরা বিভিন্ন জাতের গবাদি পশু নিয়ে এসেছেন। মেলায় ৫০টি স্টল স্থান পেয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. এইচএম জামসেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোফায়েল আহমেদ, ভেটেরিনারি সার্জন ডা. আমেনা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ ডা. দিলরুবা সাথী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার ও খামারী নেয়ামত উল্যাহ প্রমুখ।
কচুয়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা উদ্বোনোত্তর আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার বিভিন্ন গরু ও ছাগল খামারীদের মাঝে চেক বিতরণ করেন।
০৬ জুন, ২০২১।