কচুয়ায় বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও এমপির ছবি ভাঙচুর

কচুয়া ব্যুরো
কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির ছবি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদের কক্ষে ছবি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় সংবাদ পেয়ে কচুয়া থানার ওসি মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী লুৎফর রহমান ঘটনার সত্যতা শিকার করে বলেন এ ব্যাপারে তদন্ত কমিটি করব এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাছাড়া আমি বদলী হয়ে যাওয়ায় নতুন অধ্যক্ষ এ বিষয়ে ব্যবস্থা নিবে। এদিকে এ ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছে।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ বলেন, যারা এ ধরনের কাজ করেছে তারা দেশের শত্রু। তাদের অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই এবং এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন বলেন, এটি রাষ্ট্রদ্রোহীতার শামিল। মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির ছবি ভাঙচুর করে চরম অবমাননা করেছে। যা রাষ্ট্রদ্রোহীতার অপরাধ করেছে। আমি এতবড় জঘণ্য ঘটনার তীব্র নিন্দা জানাই।
এদিকে এ ঘটনার পর থেকে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করেছে।

০৪ নভেম্বর, ২০২১।