
কচুয়া ব্যুরো
কচুয়ায় বাস চাপায় আরাফাত নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে কচুয়া-কাশিমপুর সড়কের মনপুরা এলাকায় ঢাকাগামী সুরমা সুপার পরিবহনের যাত্রীবাহী বাস শিশু আরাফাতকে রাস্তা পারাপারের সময় চাপা দেয়। স্থানীয়রা এ সময় সংজ্ঞাহীন অবস্থায় শিশু আরাফাতকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সুরমা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সুরমা সুপার পরিবহনের স্বত্বাধিকারী আবুল হোসেন মজুমদারের (ঢাকা মেট্রো ব-১৫০৬৬৭) বাসটি জব্দ করে এবং চালক আনোয়ারকে আটক করে থানায় নিয়ে আসে।
শিশু আরাফাত পার্শ্ববর্তী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার নবাবপুর বাজারের আশেক আলীর সন্তান। মৃত আরাফাত তার নানা স্থানীয় ইউপি সদস্য ওবায়েদ মেম্বারের বাড়িতে বেড়াতে এসে কচুয়া-কাশিমপুর সড়কের বাতাবাড়িয়া নামক স্থানে বাসের চাকার নিচে পিষ্ট হয়ে মারা যায়।