আহসান হাবীব সুমন
বর্ণাঢ্য আনন্দ র্যালি, কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে কচুয়ায় আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) বিকেলে আনন্দ র্যালি আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে থেকে বের হয়ে কচুয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুবলীগের সভাপতি পৌর মেয়র নাজমুল আলম স্বপন ও সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালালসহ সহস্রাধিক নেতাকর্মীর অংশগ্রহণে কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে।
উপজেলা আওয়ামী যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মানিক মজুমদার সোহাগের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি পৌর মেয়র নাজমুল আলম স্বপন, সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. মাসুদ, সাংগঠনিক সম্পাদ বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক মাইন উদ্দিন সবুজসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
১২ নভেম্বর, ২০২০।