কচুয়ায় হাসপাতালে নিম্নমানের খাবার ও অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার
কচুয়া উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিম্নমানের খাবার পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এছাড়া আরো অনেক অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। সরজমিনে দেখা গেছে, প্রতিদিন সরকারি হাসপাতালে যে পরিমাণ রোগীর তালিকা দেখিয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে খাদ্য চাহিদা দেয়া হয় প্রকৃতপক্ষে হাপাতালে ভর্তি রোগীর সংখ্যা তারচেয়ে অনেক কম।
খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিস্টারে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৫ জন। কিন্তু হাসপাতাল বেডে রোগী ছিল ১২ জন। খাবারও পরিবেশন করা হয় ১২ জনকে। কিন্তু কাগজে-কলমে ২৫ জন রোগী ভর্তি দেখিয়ে সরকারি অর্থ তসরুপ করা হচ্ছে। কর্তৃপক্ষের কাছে ঠিকাদারী প্রতিষ্ঠানের দেয়া খাবার তালিকা দেখতে চাইলেও তা দেখাতে পারেনি সংশ্লিষ্টরা। খোঁজ নিয়ে আরো জানা যায়, প্রতি রোগীর বিপরীতে প্রতিদিন ১শ’ ২৫ টাকা করে বরাদ্দ থাকলেও প্রকৃতপক্ষে সে মানের খাবার পরিবেশন করা হয়নি।
স্থানীয় খাবার সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের সাথে যোগসাজশে হাসপাতালে এসব অনিয়ম করে চলছে আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সোহেল রানা ও নাসিং ইনচার্জ। এসব অনিয়মের বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. সোহেল রানার কাছে জানতে চাইলে তিনি সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। এসব অনিয়মের বিষয়ে যথাযথ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
১ অক্টোবর, ২০২০।