কচুয়ায় ৩ মাদক কারবারি আটক

মোহাম্মদ হাবীব উল্যাহ্
কচুয়ায় জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজাসহ ৩ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (৩১ মে) সকালে উপজেলার খাজুরিয়া সংলগ্ন এলাকা থেকে পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কচুয়ায় মাদক বিরোধী আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আটক মাদক কারবারিরা হলো- কুমিল্লা জেলার লাকসাম থানার দোলারিচোঁ গ্রামের মৃত আরব আলীর ছেলে মো. আলী হোসেন (৪৫), চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের মৃত নুরুল আলমের ছেলে আব্দুল মান্নান (৪৫) ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার পীড়ারবাড়ী গ্রামের মাখৈন বাড়ৈর ছেলে স্বপন বাড়ৈ (২২)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন সকালে কচুয়া উপজেলার খাজুরিয়া গ্রামের কুমিল্লা-টু-চাঁদপুর আঞ্চলিক মহা-সড়কের খাজুরিয়া যাত্রী ছাউনীর কাছে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এসময় পৃথক পৃথক অভিযানে উল্লেখিত মাদক কারবারীদের ৪০ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজাসহ হাতে-নাতে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের এসআই শামিমা আক্তার।
পরে আসামিদের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। একই দিন তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

০১ জুন, ২০২২।