কচুয়া আল-ফাতেহা দাখিল মাদ্রাসায় দোয়া ও পুরস্কার বিতরণ


আহসান হাবীব সুমন
কচুয়ার আল-ফাতেহা দারুল ইসলাম দাখিল মাদ্রাসার ২০২০ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া, বার্ষিক পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার মাদ্রাসা মাঠে মিলাদ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।
মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাইয়ের সভাপ্রধানে ও উপাধ্যক্ষ মোস্তফা কামাল সিরাজীর সঞ্চালনায় পরীক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কচুয়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, কচুয়া ইসলামী ট্রাস্টের সদস্য ও প্রশাসনিক কর্মকর্তা মো. মফিজুর রহমান, শিক্ষক আবদুর রহমান, বিআরডিবির সাবেক চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান, বিদায়ী শিক্ষার্থী বায়েজিদ, আরিফুল হক নাঈম, অধ্যয়নরত শিক্ষার্থী গাজী সাইদ, আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
আলোচনা শেষে পরীক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস আলহাজ মাওলানা নুরুজ্জামান। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।